আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই শুরু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাসকার ট্রফি। তবে প্রথম টেস্টের দলে নেই রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা। জানা গিয়েছিল, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত। তবে, পারথ টেস্ট শুরুর আগে এবার নয়া আপডেট এল রোহিতকে নিয়ে। জানা গিয়েছে, প্রথম টেস্ট চলাকালীনই দলের সঙ্গে যোগ দিতে পারেন হিটম্যান। সূত্রের খবর, পারথ টেস্টের তৃতীয় দিনে দলে যোগ দিতে পারেন রোহিত। উল্লেখ্য, ভারতীয় দল নভেম্বরের ১০ এবং ১১ তারিখে তিনটি ব্যাচে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়।
তবে রোহিত শর্মা পারিবারিক কারণে দেশে থেকে যান। এরপর থেকেই ভারতীয় অধিনায়কের অস্ট্রেলিয়া যাত্রা নিয়ে চলছিল জল্পনা। বিসিসিআই সূত্রে খবর, রোহিত বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি আগামী ২৪ নভেম্বর পারথ টেস্টের তৃতীয় দিনে দলের সঙ্গে যোগ দেবেন। প্রসঙ্গত, পারথের অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পেসার জসপ্রীত বুমরা। রোহিতের জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে কেএল রাহুলকে।
তবে রোহিতের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বুমরা জানিয়েছেন, রোহিতের সঙ্গে আগে কথা বলেছি। পারথে এসে দলের নেতৃত্বের বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেয়েছি’। সম্প্রতি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর প্রশ্নের মুখে পড়ে রোহিতের অধিনায়কত্ব। গোটা সিরিজে ছয় ইনিংসে তিনি করেন মাত্র ৯১ রান। রোহিত এখন পর্যন্ত ৬৪ টেস্ট খেলে ৪,২৭০ রান করেছেন, গড় ৪২.২৭। রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ায় তার রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সেখানে তিনি করেছেন ৪০৮ রান, গড় ৩১.৩৮। ৩৭ বছর বয়সী রোহিত ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ডে-নাইট ফরম্যাটের এই ম্যাচে রোহিত ফিরলে আরও শক্তিশালী হবে ভারতীয় দল।
